আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসকের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মোখতার আহম্মদ। মূলত নির্বাচনি জোটের সঙ্গে আসন বন্টনের ফলে রাঙামাটি আসনটি পায় বাংলাদেশ খেলাফত মজলিস। এ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক। আসনটি খেলাফত মজলিসকে ছাড়ার কারণেই মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী, এমনটাই জানিয়েছে দলটির নেতারা।
এদিকে রাঙামাটি জেলার রিটানিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে মনোনীত প্রার্থী আমার কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই মর্হূতে আমাদের প্রার্থীর সংখ্যা ৭, তার মধ্যে একজন স্বতন্ত্র।
রাঙামাটি আসনের ৭ জন প্রার্থী হলেন- বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা, খেলাফত মজলিস মনোনীত আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন ও গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার (বাদশা)।


