২৯/০১/২০২৬, ২৩:১২ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল পেলেন ফুটবল প্রতীক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনে ছয়জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল ও একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দীপেন দেওয়ানকে ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদারকে লাঙ্গল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমাকে কোদাল, খেলাফত মজলিস মনোনীত আবু বকর সিদ্দিককে রিকশা, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিনকে হাতপাখা ও গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার (বাদশা)’কে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী জানান, সকল প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মানতে হবে। এ তিনি বিষয়ে নির্বাচন পরিচলনায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সহযোগিতা কামনা করেন।

পড়ুন- বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা

দেখুন- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান সং\ঘ\র্ষ, অতঃপর… 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন