২৭/০১/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার বিষয়টি আমলে নেয়নি। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফর না করলে বিকল্প দলকে সুযোগ দেয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শুনবেন উপদেষ্টা।

এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি। এ ছাড়া প্রয়োজনে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের আরজিও জানানো হয়। তবে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি আমলে না নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে।

পড়ুন: আজ প্রচারণা শুরু : ২৯৮টি আসনে ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন