উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতটা নিজেদের করে নিল ইউরোপের জায়ান্টরা। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, লিভারপুল ও চেলসি সবাই যার যার ম্যাচে জয় তুলে নিয়েছে। হ্যারি কেইনের জোড়া গোলে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সেলোনা।
বুধবার রাতে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোয়াজকে। ম্যাচের দুটি গোলই আসে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের পা থেকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকা নিশ্চিত করে সরাসরি শেষ ষোলোতে পা রাখল জার্মান জায়ান্টরা।
অ্যানফিল্ডের জায়ান্ট লিভারপুলও রয়েছে উড়ন্ত ফর্মে। মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকল অলরেডরা। আফ্রিকা কাপ অব নেশনস শেষে দলে ফেরা মোহাম্মদ সালাহ এদিন গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় লিভারপুল। ৭২ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ মুহূর্তে কোডি গাকপো কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এই জয়ে টেবিলে চতুর্থ স্থানে উঠে এল লিভারপুল। আগামী সপ্তাহে কারাবাগকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে স্লাভিয়া প্রাগের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৪-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলের হয়ে জোড়া গোল করে নায়ক বনে যান তরুণ ফেরমিন লোপেজ। এছাড়া স্কোরশিটে নাম লেখান দানি ওলমো ও রবের্ত লেভান্ডোভস্কি।
রাতের অন্য ম্যাচগুলোতেও আধিপত্য ছিল ইংলিশ ক্লাবগুলোর। সেন্ট জেমস পার্কে পিএসভি আইন্দহোভেনকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে সাইপ্রাসের ক্লাব পাফোসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। তবে তুরস্কের গ্যালাতাসারাইয়ের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে।
পড়ুন: বিপিএল: সিলেট টাইটান্সের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
দেখুন: গ্রিনল্যান্ড ইস্যুতে একা হয়ে যাচ্ছেন ট্রাম্প?
ইম/


