২৯/০১/২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক সিএনজির ওপর, নারী নিহত

রাঙামা‌টি জেলা শহরের বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র এলাকায় চাল বোঝাই ট্রাক চাপায় এক নারী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মনিরা বেগম।

বিজ্ঞাপন

জানা গেছে, চাল বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশা উভয়ই চট্টগ্রাম দিক থেকে রাঙামাটি শহরর প্রবেশের সময় টিভি স্টেশন এলাকার পাহাড়ি রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা সিএনজি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে এক সিএনজি আরোহী মারা যান।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থে‌কে রাঙামা‌টিগামী চাল বোঝাই ট্রাক মা‌নিকছ‌ড়ি পাহাড় উঁচু সড়ক অ‌তিক্রম ক‌রে বাংলা‌দেশ টে‌লিভিশন উপকেন্দ্রের কাছে এসে নিয়ন্ত্রম হা‌রি‌য়ে পিছনে থাকা সিএন‌জিতে চাপা দেয়। এতে সিএন‌জি‌তে থাকা চালকসহ ৫ জন যাত্রীর মাঝে ৪জন নামতে পাড়লে ও ১ নারী যাত্রী নামতে না পাড়ার ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, পরে খবর পে‌য়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সা‌র্ভিস এসে ট্রা‌কের নী‌চে চাপা পড়া নারী ও অ‌টো‌রিকশা উদ্ধার ক‌রে।

রাঙামাটি ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পণ‍্যবাহী ট্রাক সিএনজির ওপর উল্টে যায়। এতে সিএনজির ভীতরে থাকা একজন নারী আটকা পড়েন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা ভিকটিমকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে জেনারেল হাসপাতাল রাঙামাটি প্রেরণ করে।

রাঙামা‌টির কোতয়ালির থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। পরবতী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে।

পড়ুন- পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা

দেখুন- খু*ন হতে পারেন! আশঙ্কা ট্রাম্পের |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন