25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইসরায়েলি হামলা

লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ২ হাজার

লেবাননের বৈরুতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ভয়াবহ হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন।

গাজার পর এবার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননজুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।

বিবিসির সূত্রে জানা যায়, হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণে দুই শিশুসহ ১২ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে। 

এ ছাড়া ইসরায়েলের হামলায় ওয়াকিটকিসহ নানা ধরণের তারহীন যন্ত্র বিস্ফোরণে নিহত হয় ২০ জন এবং আহত হয় ৪৫০ জনের বেশি। গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এবং গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। 

এরপর ইসরায়েল গত ১ অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে। হামলায় ব্যাপক হতাহতের পাশাপাশি ১২ লাখের বেশি লেবানিজ ঘরছাড়া হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন