ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও দলটির মহাসচিব নির্বাচনী প্রচারণায় বলেছেন আমরা এদেশে উদারপন্থী গনতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই।
রোববার(২৫ জানুয়ারি) সকাল ১১ টায় সালন্দর ইউনিয়নে বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
এর আগে স্থানীয় নারী পুরুষ ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত শাসন আমলে সাধােন মানুষের উপর জুলুম নিপিড়নের অভিযোগ তুলেন। জমি দখলের অভিযোগ তুলেন।
এরপরই এ সকল অভিযোগের পর মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়ে কাজ করেছি। আপনাকে আমরা দীর্ঘদিন থেকে চিনেন। আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চিনেন।
মির্জা ফখরুল বলেন, আমি আমার বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবোনা। আপনাদের সকল সমস্যার স্থায়ী সমাধান করবো। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুরবৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ এগুলো আর থাকবেনা। আমার দলের কেউ দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমান সঠিক ভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতিতে আমরা কাজ করেছি, আগামিতেও করবো।।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবেনা। পরিবারের মা বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। সে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এবং সে কার্ড দিয়ে চিকিৎসা সেবা পাবেন ও চিকিৎসা সেবা পাবেন। এ কার্ড হবে মা বোনদের জন্য অস্ত্র।
পড়ুন- নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়


