ফ্রিল্যান্স চিত্রগ্রাহকদের সংগঠন ‘ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪ অক্টোবর ক্যাবের সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ হবে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। ক্যাবের নতুন কমিটির সদস্যরা হলেন, টি ডব্লিউ সৈনিক (সভাপতি), জহুরুল ইসলাম রিংকন খান (সহ-সভাপতি-১, এম আর মিজান (সহ-সভাপতি-২), সাহিল রনি (সাধারণ সম্পাদক), রাজু রাজ (যুগ্ম সাধারণ সম্পাদক), মেহেদি রনি (সাংগঠনিক সম্পাদক), খায়ের খন্দকার (অর্থ সম্পাদক), আহমেদ হিমু (তথ্যপ্রযুক্তি ও দপ্তর সম্পাদক), মোঃ ইয়াসিন মোল্লা (প্রচার ও প্রকাশনা সম্পাদক), বরকত হোসেন পলাশ (আন্তর্জাতিক সম্পাদক), কার্যনির্বাহী সদস্যরা হলেন- সুমন হোসেন, এইচ এম জামান, রুবেল মুন্সি, মোঃ আছলাম হোসেন এবং শামসুল ইসলাম লেলিন।
নতুন কমিটির সভাপতি টি ডব্লিউ সৈনিক বলেছেন, ‘আমাদের লক্ষ্য হবে সদস্যদের স্বার্থ রক্ষা, তাদের কাজের মান উন্নয়ন, কাজের পরিবেশ ও দক্ষতা বৃদ্ধিতে নানা ধরনের কর্মশালার আয়োজন করা।’