বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে আইন কমিশন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে আইন কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। মানুষের কল্যাণে প্রয়োজনীয় আইনি সংস্কারে কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পড়ুন : নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি


