শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৮ বোতল বিদেশি মদসহ আনোয়ার হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে ভেদরগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ড এম এ রেজা কলেজের দক্ষিণ পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভেদরগঞ্জ আর্মি ক্যাম্প হতে (মেজর মো: রাহাত কবির ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পূর্ব গৈড্যা গ্রামের বাসিন্দা মৃত মতলব মুন্সির ছেলে।
পুলিশ জানায়, আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে অভিযান পরিচালনা করে ০৮ বোতল মদ সহ ০১জন মদ ব্যবসায়ীক গ্রেফতার করা হয়। তাছাড়া ৩ টা এন্ডোএরেট মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম। পরে ভেদরগঞ্জ থানায় আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া জন্য সোপর্দ করা হয়।
পড়ুন- সৈয়দপুরে শিক্ষক নিয়োগে বিধি লঙ্ঘন,বিজ্ঞপ্তির আগেই শিক্ষক নিয়োগ!
দেখুন- ‘সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবি-কাঠি তুলে দেয়া হয়েছে’


