ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, আরিফ নুরুল আমিনের আবেদনের প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। তাকে দলের সদস্য পদ সহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন।
পড়ুন- ঝিনাইদহে ইমাম সম্মেলনে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধকরণ সভা
দেখুন- সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবি-কাঠি তুলে দেয়া হয়েছে’


