২৭/০১/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্যে খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীরর একটি অভিজাত হোটেলে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কর কমিশনার মোহা. আব্দুস সালাম এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আদায়েই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের স্বার্থে আইন অনুযায়ী রাজস্ব প্রদান এবং কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। এছাড়া বক্তব্য দেন মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মাদ মোশাররফ হোসেন, সদস সচিব মাহমুদুন চৌধুরী জনিসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট কর-রাজস্বের প্রায় ২৭ শতাংশ কাস্টমস থেকে আদায় হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা।
সেমিনারে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পুলিশ, বিজিবি, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ ও শিপিং এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- রামগড়ে বিজিবির চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন