জামালপুরের বকশীগঞ্জে হাত পাখা প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে পৌর শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
নির্বাচনী জনসভায় জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জামালপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল প্রমুখ।
এসময় মুফতী সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচনে জামালপুর-১ আসনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
পড়ুন- নির্বাচনের সকল আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে: ড. এম এ কাইয়ুম


