ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি ওই ডুবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
সোমবার (২৬ জানুয়ারি) সকালের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পরিত্যক্ত একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দা রমজান আলী। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন- ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকার চাল


