২৭/০১/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহবাসি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহবাসী।

বিজ্ঞাপন

তাঁর আগমনকে ঘিরে উৎসব আমেজে উজ্জীবিত বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার তারেক রহমানের পদার্পণে নানা উন্নয়নের আশায় বুক বাঁধছেন নগরবাসী তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোটি সমর্থক।

আওয়ামীলীগ মাঠে না থাকায় দেশের সর্ববৃহত এই দলটির কর্ণধার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও সুষ্ঠ্যু ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এমন আশা-প্রত্যাশায় তাঁকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি অবহেলিত জনপদ দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগের রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ব্রহ্মপুত্রের ওপারে চরাঞ্চলে একটি আধুনিক শহর, নগরীর যানজট নিরসনে রেললাইন স্থানান্তর ও ফ্লাইওভার নির্মাণ, একটি আধুনিক বিমানবন্দর স্থাপন, মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যের জন্য একটি কোলস্টোরেজ স্থাপন এবং এ অঞ্চলের বেকার যুবকদের সমস্যা সমাধানে প্রযোজনীয় উদ্যোগ গ্রহনের অঙ্গিকার করবেন প্রত্যাশা বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দ তথা বৃহত্তর ময়মনসিংহবাসীর।

তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিন জেলা বিএনপি ও মহানগর বিএনপি ময়মনসিংহ প্রেসক্লাবে সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তাদের ব্যাপক প্রস্তুতি নিরাপত্তার কথা তুলে ধরেন। নগরীর সর্বত্রই সাজ সাজ রব আর উজ্জীবিত তরুন প্রজন্যও। ফলে মঙ্গলবার বেলা ২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভা রূপ নিবে জনসমুদ্রে, এমনটাই ধারণা বিএনপির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের। এদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় অঅসনের বিএনপি মনোনীত প্রার্থীদের একমঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন।

পড়ুন- ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন