২৬/০১/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
20 C
Dhaka
২৬/০১/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অফিসেই রাইফেল হাতে পোজ দিয়ে আলোচনায় ‘ইসরাইলি’ সাংবাদিক!

হিব্রু ভাষার চ্যানেল ১৪–এর একজন সংবাদ উপস্থাপকের অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই সাংবাদিকের নাম ম্যাগি তাবিবি বলে জানা গেছে। ছবিটি ওই চ্যানেলের অফিসেই তোলা বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুসারে, ছবিটি তার সহকর্মী তামির মোরাগ এক্স (সাবেক টুইটার)-এ শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘ডোন্ট মেস উইথ হার’ বা ‘ওর সঙ্গে ঝামেলা কোরো না’। তবে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ছবি।

ছবিতে দেখা যায়, হালকা বাদামি কোট ও টার্টলনেক পরা তাবিবি একটি ডেস্কের পাশে দাঁড়িয়ে আছেন, আর রাইফেলটি তার কাঁধে ঝোলানো।

চ্যানেল ১৪–এর কূটনৈতিক প্রতিবেদক মোরাগ প্রথমে ছবিটি পোস্ট করেন। পরে চ্যানেলটির অফিসিয়াল ইংরেজি অ্যাকাউন্ট ‘@c14israel’ সেটি ইংরেজি অনুবাদসহ পুনরায় পোস্ট করে।

চ্যানেল ১৪ তার ডানপন্থি অবস্থান এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থনের জন্য পরিচিত।

৩১ বছর বয়সি তাবিবি এর আগে ‘ইসরাইল’-এর বিগ ব্রাদার রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন। সেখান থেকে পরে তিনি সাংবাদিকতায় আসেন।

ছবিটি ঘিরে গণমাধ্যমে সহিংসতার উপস্থাপনায় কথিত দ্বৈত মানদণ্ড তুলে ধরেছেন সমালোচকরা।

অনেকে ‘ইসরাইলি’ সাংবাদিকদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও তুলেছেন। তারা বলেন, যেখানে ফিলিস্তিনি সাংবাদিকরা ঝুঁকি ও সন্ত্রাসবাদের অভিযোগের মুখে পড়েন, সেখানে তাবিবির মতো ব্যক্তিরা কোনো পরিণতি ছাড়াই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে পারেন।

সূত্র: রয়া নিউজ

বিজ্ঞাপন

পড়ুন : ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন