পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে পদ্মা নদীর বালু মহলে ঝটিকা অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ সোমবার (২৬ জানুয়ারি) চালানো এই অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে জব্দ করা হয়েছে বালু উত্তোলনে ব্যবহৃত ৭টি বাল্বগেট ও ৩টি ড্রেজারসহ মোট ১০টি নৌযান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে বেশ কিছুদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ জেলা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, পদ্মায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে জেলা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। তিনি আরও বলেন,
আমরা খবর পাচ্ছিলাম যে কয়েকদিন ধরে এখানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু বাল্বগেট ও ড্রেজার জব্দ করা হয়েছে। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত নৌযানগুলোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযান পূর্ণাঙ্গভাবে শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আটকদের পরিচয় বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।


