নওগাঁর বদলগাছীতে শহীদ ওসমান হাদীর স্মরণে দুই দিনব্যাপী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফুরসাহ ইন্সটিটিউট নামে একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে গয়েশপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় কদমগাছি উচ্চ বিদ্যালয়ের দল।
সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুরসাহ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা রওশন আরা তাবাসসুম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আরমান হোসেইন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি দল অংশগ্রহণ করে।
পড়ুন- চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি


