বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন এবং সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে। এ সিদ্ধান্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের ৪র্থ সভায় গৃহীত হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, মিরসরাইয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে শুরুতে ইন্ডিয়ান ইকোনমিক জোন করার পরিকল্পনা ছিল, তবে তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া, কোন দেশের সঙ্গে চুক্তি হবে তা সরকার একটি নির্দিষ্ট পর্যায়ে ঘোষণা করবে।
সভায় সভাপতিত্ব করেন বেজা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

