২৭/০১/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি প্রার্থীর গণসংযোগে ককটেল হামলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে বিকাল ৫.৩০টার সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনী বক্তব্য চলাকালে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী।উক্ত ঘটনায় বিএনপি নেতারা জামায়াতকে দোষারোপ করছেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জনসমাবেশে যখন তিনি বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। হামলার পর, সভাস্থলে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, তবে তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। বিএনপি নেতারা বলেন, জামায়াত শিবিরের প্রত্যক্ষ মদদে এই ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের প্রতি আঘাত এবং নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা।


এদিকে, স্থানীয় প্রশাসন হামলার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

পড়ুন- কিশোরগঞ্জ থেকে ঢাকা ও কক্সবাজার রুটে চালু হলো ডিলাক্স’এসি বাস সার্ভিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন