২৭/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যমুনার বালুচরে ব্যতিক্রমী প্রচারণা, ঘোড়ার গাড়িতে চড়ে ভোট প্রার্থনা

যমুনা নদীর বালুচর পাড়ি দিয়ে ব্যতিক্রমধর্মী উপায়ে ভোটারদের কাছে পৌঁছেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।

সোমবার সকালে প্রবাহমান যমুনা নদীর কারণে দিখণ্ডিত কুলকান্দি ইউনিয়নের পশ্চিম অংশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। নদী ও বিস্তীর্ণ বালুচর অতিক্রমের জন্য একমাত্র বাহন হিসেবে ঘোড়ার গাড়িতে চড়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই বলেন, দুর্গম এলাকায় এভাবে প্রার্থীর সরাসরি উপস্থিতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন