২৮/০১/২০২৬, ২১:৪৪ অপরাহ্ণ
22 C
Dhaka
২৮/০১/২০২৬, ২১:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ ফারিয়ার

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে আগের তুলনায় কম সক্রিয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নানা সামাজিক ও সমসাময়িক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটের এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর কাজ করলেও বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে ঢাকা-৮ আসন ও শান্তিনগর এলাকার ভোটার হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ফারিয়া। 

পোস্টে তিনি লেখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।’

অভিনেত্রীর এই পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।’

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক আলোচনা তুঙ্গে।

পড়ুন- জামায়াতকে কেউ ভয় দেখাবেন না: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন