২৮/০১/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
22 C
Dhaka
২৮/০১/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কোনো জটলা সহ্য করা হবে না’

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার ভেতরে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা—তা সংশ্লিষ্টদের বুঝতে হবে। বিষয়টি বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা স্থানীয় পরিস্থিতি ভালোভাবে জানেন। কার কাছে অবৈধ অস্ত্র আছে, এলাকায় কোনো বহিরাগত আছে কি না, কে জীবিত আর কে মৃত—এসব তথ্য তাদের জানা থাকে। এসব সোর্স কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, “কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। ভোটার কর্তৃক ভেরিফাই না হওয়া কোনো ব্যালট গ্রহণ করা হবে না। লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। অন্যথায় সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।”

পড়ুন: জামায়াতকে কেউ ভয় দেখাবেন না: ডা. শফিকুর রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন