পাবনা সদরের বুদের হাট এলাকায় নির্বাচনী প্রচারণায় বাধা ও ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যপক হট্টগোলের ঘটনা হয়েছে। পুলিশের উপস্থিতিতে বড় ধরণের সংঘর্ষ না হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় বিএনপি ও জামায়াত নেতারা পরস্পরকে অভিযুক্ত করেছে।
বিএনপি কর্মীরা জানান, জামায়াতের নারী কর্মীরা সকালে এলাকায় ভোট চাইতে আসে। এ সময় তারা জাতীয় পরিচয়পত্র নাম্বার ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে অভিযোগে বিএনপি কর্মীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে তাদের বের করে দিতে চাইলে জামায়াত নেতাকর্মীরাও খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় পাল্টাপাল্টি শ্লোগানে সেখানে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ, ডিবি ও সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেন। এবং উভয়পক্ষকে সরিয়ে দেন।
মহিলা জামায়াতের কর্মী অভিযোগ করে বলেন, তারা ওই এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য যান এবং কয়েকবাড়ি প্রচারণা করেন। এসময় কিছু পুরুষ মানুষ এসে আমাদের বাধা দেন এবং বলেন- এটা শিমুল বিশ্বাসের (বিএনপির প্রার্থী) নিজ এলাকা। এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। এসময় তারা অকথ্যভাষায় গালিগালাজ করে। তারপরও আমরা ভোট চাওয়ার চেষ্টা করলে আরও লোকজন এসে আমাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করে। এসময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান আসলে তাকেও মারধর করা হয়। এসময় আমাদের আটকে রাখা হয়।
পাবনা সদর ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন,সদর উপজেলার পৌর ১৫ ওয়ার্ড এলাকায় আমাদের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইছিলেন। এসময় স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী তাদের প্রচারণায় বাধা দিয়ে লাঞ্ছিত করে। তারা আমাদের নারী কর্মীদের গায়েও হাত তুলেছেন। এ সময় আমাদের দলের দায়িত্বশীল সুলতান তাদের রক্ষার চেষ্টা করলে,তাকেও মারধোর করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এ ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আমি আশা করি।
এ বিষয়ে বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সাথে কথা বলা সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ভোট চাওয়া নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে।


