২৯/০১/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
27 C
Dhaka
২৯/০১/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে অটোরিক্সা ছিনতাই করে চালককে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

দন্ডপ্রাপ্তরা হলেন- মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পুটিমারী এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন রংপুর জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় আসামী শিমুল, শফিকুল ও হোসেন অটোরিক্সা চালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তারা অটোরিক্সাসহ নগদ ১ হাজার ৬৫০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামির যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌশুলী আফতাব উদ্দিন বলেন, বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তারা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশিদ চৌধুরী বলেন, এ বিষয়ে আসামী পক্ষের পরিবারের সাথে আলোচনা করে উচ্চ আদালতে যাবেন তারা।

পড়ুন- আনন্দ হাউজিং সোসাইটি রক্ষায় রূপগঞ্জ থানার পুলিশ ক্যাম্প! পূর্বাচলে বাড়ছে অপরাধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন