২৮/০১/২০২৬, ২৩:৪৭ অপরাহ্ণ
22 C
Dhaka
২৮/০১/২০২৬, ২৩:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়াকে ‘হার এক্সেলেন্সি’ সম্বোধন করে ভারতীয় সংসদে শোক প্রস্তাব

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভার দিনের কার্যসূচিতে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি. সি. মোদি স্বাক্ষরিত আজকের কার্যতালিকা অনুযায়ী, সভার শুরুতেই যে বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ করা হয়, তাদের মধ্যে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়েছে। কার্যসূচিতে তাকে ‘হার এক্সেলেন্সি’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়।

শোক প্রস্তাবে যাদের নাম রয়েছে—

বেগম খালেদা জিয়া: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন।

শ্রী এল. গণেশন: রাজ্যসভার সাবেক সদস্য (১৯৮০-১৯৮৬)।

শ্রী সুরেশ কালমাডি: রাজ্যসভার সাবেক দীর্ঘমেয়াদী সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ সময় ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

পড়ুন: জাতীয় নির্বাচনের সব তথ্য মিলবে টিকটকের অ্যাপে

দেখুন: টেকনাফে রোহিঙ্গাদের স*ন্ত্রাসে চরম আতঙ্কে স্থানীয়রা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন