২৮/০১/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
24 C
Dhaka
২৮/০১/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১২ কোটি টাকার গাড়ি কিনে আক্ষেপ প্রকাশ বাদশার

আকাশচুম্বী জনপ্রিয়তা আর দুহাতে টাকা ওড়ানো বলিউডের ‘ব্যাড বয়’ বাদশার ক্ষেত্রে এ যেন খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মাঝেমধ্যে অতি-উত্তেজনা যে বিপাকে ফেলতে পারে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই র‍্যাপার। কেবল ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি গাড়ি কিনে এখন আক্ষেপে কপাল চাপড়াচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, মাসখানেক আগে হুট করেই ‘রোলস রয়েস কুলিনান সিরিজ ২’ মডেলের একটি বিলাসবহুল গাড়ি কিনে বসেন তিনি। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়িটি কেনার মাধ্যমে মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো হাতেগোনা কয়েকজন অতি-ধনী তারকাদের তালিকায় নাম লেখান তিনি।

গাড়িটি কেনার পেছনের গল্প বলতে গিয়ে বাদশা বলেন, ‘ওটা ছিল একেবারেই একটা হঠকারী সিদ্ধান্ত। মনে হলো আজই কিনতে হবে, ব্যস বেরিয়ে পড়লাম। কেনার পর মুহূর্ত কয়েকের জন্য নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মালিক হওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় সব উত্তেজনা থেমে গেল।’

সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ের পর বাদশার মনে প্রশ্ন জাগে- এর চেয়ে ভালো আর কী হতে পারে? তিনি বলেন, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন পরবর্তী লক্ষ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেই শূন্যতা থেকেই মূলত আক্ষেপের শুরু।’

বিলাসবহুল জিনিসের প্রতি বাদশার দুর্বলতা নতুন কিছু নয়। দামি পোশাক বা জুতো দেখলেই তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তবে এই বিশাল অঙ্কের গাড়ি কেনা যে কেবলই আবেগতাড়িত ছিল, তা এখন অবলীলায় স্বীকার করছেন এই তারকা।

পড়ুন: খালেদা জিয়াকে ‘হার এক্সেলেন্সি’ সম্বোধন করে ভারতীয় সংসদে শোক প্রস্তাব

দেখুন: টেকনাফে রোহিঙ্গাদের স*ন্ত্রাসে চরম আতঙ্কে স্থানীয়রা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন