২৮/০১/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
22 C
Dhaka
২৮/০১/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন

আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩ টি সংসদীয় আসনে ৩ শ ৪৪ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার সকালে রামগড় জোন ৪৩ বিজিবি এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানানো হয়।

বিজিবির রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশের মতো আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামবে বিজিবি। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন রামগড় ও চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরেরসরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বেইস ক্যাম্প করে কেন্দ্র ভিত্তিক নিরাপপত্তা, বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড মোতায়ন, Rapid Action টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান তিনি।

পড়ুন- সুনামগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি

দেখুন- নির্বাচনী হালচাল: আমিনুল হক এর সাথে একদিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন