নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে আলেম ও সাধারণ মানুষের উদ্যোগে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচনে ফেরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “ড. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য প্রার্থী। তাকে নির্বাচনে ফেরানো না হলে সোনারগাঁওবাসী তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।”
তারা আরও বলেন, “আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি এবং ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচনে ফেরানোর আহ্বান জানাই।”
মানববন্ধন চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন আলেম-ওলামা ও স্থানীয় সাধারণ মানুষ।
পড়ুন- ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দেখুন- এটা যেনতেন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন: ইসি সানাউল্লাহ


