সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. মো. দিদার আলম (৪৩) নামে রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিদার আলমকে গ্রেপ্তারের পর বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
পুলিশ সূত্র জানিয়েছে, ভিকটিম নারী মো. দিদার আলমের বিরুদ্ধে মঙ্গলবার রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে গ্রেপ্তার দিদার আলমের বিরুদ্ধে ওই সহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. মোখলেস রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজকে (বুধবার) আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটির কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, আজকে (বুধবার) তাকে আদালতে তোলা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পড়ুন- বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার
দেখুন- তিন জেলায় এখনও নেই ইন্টারনেট, যা বললেন প্রধান উপদেষ্টা


