ঢাকার আশুলিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাইপাইল স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাইপাইল-নবীনগর সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিল টি আশুলিয়া থানা রোডের সামনে দিয়ে ঘুরে বাইপাইল সিগন্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন ও প্রচারণা চালায় ছাত্র জনতা।
পড়ুন- সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শককে কারাগারে প্রেরণ


