২৯/০১/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৯/০১/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামে বেড়েছে বিজিবির টহল তৎপরতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।

বিজ্ঞাপন

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। চলছে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়মিত তল্লাশি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালায় বিজিবি সদস্যরা। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৭টি উপজেলায় অবস্থিত ৬১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ২৭ প্লাটুন বিজিবি সদস্য। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে বিজিবি। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

ভোটারদের ভাষ্য, নির্বাচনের সময় যদি নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, “নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। যাতে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ নির্বাচনকে বিঘ্নিত না করে।

পড়ুন- বরগুনা জামায়াত আমিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

দেখুন- গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি: সাদিক কায়েম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন