২৮/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
22 C
Dhaka
২৮/০১/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নবম পে-স্কেলের দাবিতে নেত্রকোনায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

​দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মচারীরা বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ নতুন বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন পে-স্কেল বা কার্যকর বেতন বৃদ্ধি হয়নি, জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বাড়লেও স্বল্প বেতনে (৮-১০ হাজার টাকা) সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, এরআগে সরকারের পক্ষ থেকে আশ্বাসের কথা জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

​সমাবেশ থেকে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৩০ জানুয়ারির মধ্যে নবম পে-স্কেল ঘোষণার আলটিমেটাম দেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ এবং ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ ও রাইদুল ইসলামসহ আরও অনেকে।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন- সনাতন ধর্মের মানুষ বিএনপি’র কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন

দেখুন- ট্রাম্পকে পুতিনের শীতল হুঁশিয়ারি, ইরানের পাশে রাশিয়া 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন