৩০/০১/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের অপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জামায়াত

চরফ্যাশনে মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে (৪৫) তুচ্ছ ঘটনায় ইসলামী আন্দোলন কর্মীরা এলোপাতাড়ি বুকে পিঠে মারধর করে উল্টো জামায়াতের বিরুদ্ধে অপ্রচার চালানের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।

বিজ্ঞাপন

বুধবার ২৮ জানুয়ারি চরফ্যাশন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান এমরান সাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন,
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিদ (১৭) ও মো. ফয়সল আহমেদ এলাকায় প্রচার কার্যক্রম চালানোর সময় তাদের পীর সাহেব সম্পর্কে স্হানীয় এক ব্যক্তি কটূক্তিমূলক মন্তব্য করলে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হাফেজ আলাউদ্দিন। তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করলে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি এর প্রতিবাদ জানালে তাকে ঘুষি মেরে রক্তাক্ত করা হয়।আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানা গেছে , প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

অথচ ইসলামী আন্দোলন কর্মীরা হাফেজ আলাউদ্দিনের হামলার ঘটনাটিকে ধামাচাপা দিতে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবী করেন, তাদের প্রার্থীর মেয়েকে নাকি হাফেজ আলাউদ্দিন হেন্স্হা করেছে। স্ব পক্ষে হামলার কোন ভিডিও প্রমান দেখাতে পারেনি।

চরফ্যাশন উপজেলা জামায়াতের পক্ষে থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহনের পাশাপাশি অপ্রচারের প্রতিবাদ জানোনা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে,
মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে সংঘবদ্ধ ইসলামী আন্দোলনের কর্মীরা এলোপাতাড়ি বুকে পিঠে মারধর করছে।

সচেতন মহল হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছন।

পড়ুন- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটে এবি পার্টির প্রার্থীকে শোকজ

দেখুন- জন্মদাত্রী মায়ের সাথে সন্তানদের এ কেমন আচরণ! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন