হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) তারিখ এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা হাবিপ্রবি পরিবারের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিঁনি বলেন, ভর্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও বিশাল আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও আমরা সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে পেরেছি, যা সত্যিই প্রশংসনীয়।
ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ভর্তি পরীক্ষা কমিটিসহ সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং হাবিপ্রবি নিরাপত্তা শাখার সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।
এছাড়াও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোয়েন্দা সংস্থা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতি-যাদের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।
পাশাপাশি তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং আগত অভিভাবকদের নিরলসভাবে সেবা ও সহায়তা প্রদান করায় বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভাইস-চ্যান্সেলর মহোদয় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত এ প্রয়াসের ভূয়সী প্রশংসা করে আগামীতেও এ ধরনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
পড়ুন : দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে পুরষ্কার বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার


