২৯/০১/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৯/০১/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবিনা ইয়াসমিনের গান দিয়ে ওটিটি’র জগতে ‘দোয়েল’

কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কন্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দেশীয় কনটেন্টের মাধ্যম ‘দোয়েল’ ওটিটি।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘দোয়েল’-এর বর্ণাঢ্য উদ্বোধন।

জানা গেছে, শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে দোয়েল ওটিটির এগিয়ে যাওয়া।

পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়েল। অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদেরকে প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এরপর ছিলো খ্যাতিমান যাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। যাদুর ছলাকলায় দর্শক শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই যাদুকর। এনিগমা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শেখ জাঈন আহমেদ দোয়েল ওটিটির উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন।
এনিগমা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শেখ জাঈন আহমেদ দোয়েল ওটিটির উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন।

ধারাবাহিক পরিবেশনায় দোয়েল’এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল’এর অনুষ্ঠানের ধরণ, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।

পরের পরিবেশনায় মঞ্চ মাতান শিশু শিল্পীরা। ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনায় নান্দনিকতার ছোঁয়ায় শৈল্পিক পরিবেশ সৃষ্টি হয় গোটা মিলনায়তনে।

দোয়েল এর আনুষ্ঠানিক পথচলার উদ্বোধনী আয়োজনে নতুন এই ওটিটি’কে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, ডিএফপি’র মহাপরিচালক খালেদা বেগম, কিংবদন্তি সুরকার শেখ সাদী খান, বাংলাদেশ টেলিভিশনের জিএম নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, মুজতবা সউদ, আবদুর রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, আসিফ ইকবাল, সুরকার ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনী আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ ফারিয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন