২৯/০১/২০২৬, ১৮:৫০ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ১৮:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের ম্যাচেই তারা বিপর্যস্ত হলো হোসে মরিনিয়োর বেনফিকার কাছে। প্রতিপক্ষ গোলরক্ষকের গোল, অতিরিক্ত সময়ের দুটি হলুদ কার্ডের নাটকীয় ম্যাচে রিয়াল ৪-২ ব্যবধানে হেরে নয় নম্বরে নেমে গেছে। ফলে শেষ ষোলোয় উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ।

বিজ্ঞাপন

গতকাল (বুধবার) একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগী ৩৬ দলের সবারই খেলা ছিল। দুটি দল আগেই শেষ ষোলোয় পা রাখে, আর কয়েকটি দলের বিদায় নিশ্চিত। ফলে বাকি প্রায় সব দলই পরের রাউন্ডে ওঠা কিংবা অন্তত প্লে-অফে দ্বিতীয় সুযোগ তৈরির সমীকরণে ছিল। টুর্নামেন্টজুড়ে শুরুর সারিতে থাকা রিয়াল এদিনই ধরাটা খেলো। লিসবনের মাঠে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেওয়ার পর পরবর্তীতে বেনফিকার আক্রমণের দাপটে দিশেহারা হয়ে যায়।

লস ব্লাঙ্কোসদের দুটি গোলই করেছেন ফরাসি তারকা এমবাপে। দ্বিতীয়ার্ধে তার করা গোলে রিয়াল ব্যবধান কমায়। নির্ধারিত ৯০ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে পর্তুগিজ ক্লাবটি আগেই জয় প্রায় নিশ্চিত করে রাখে। ইনজুরি সময়ে রিয়ালের দুর্ভাগ্যে যুক্ত হয় দুটি লাল কার্ড। রাউল অ্যাসেন্সিও এবং রদ্রিগো গোয়েস মাঠ ছাড়ায় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় মরিনিয়োর দল। শেষ পেরেকটা ঠোকেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। গোলবার ছেড়ে এসে ফ্রি-কিকে তিনি হেড দিয়ে ৪-২ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন।

পড়ুন: ক্ষমতায় গেলে রাজশাহীর আমের জন্য হিমাগার করা হবে: তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন