31 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

আবারও বিতর্কে রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগেই সমস্ত বিতর্ক পেছনে ফেলে কাজে ফিরছিলেন তিনি। কিন্তু এবার নতুন করে আইনী জটিলতায় জড়িয়েছেন। দিল্লি পুলিশ সম্প্রতি তাকে জালিয়াতির অভিযোগে তলব করেছে।

ঘটনার সূত্রপাত একটি বিনিয়োগ সংক্রান্ত অ্যাপকে ঘিরে। অভিযোগ উঠেছে, এই অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষ প্রায় ৫০০ কোটি টাকা হারিয়েছেন। এই বিপুল অর্থ হারানোর পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। রিয়া চক্রবর্তী এই অ্যাপের প্রচার ও স্পন্সরের ভূমিকায় ছিলেন, তাই বিষয়টির তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ।

শুধু রিয়াই নন, এই অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং এবং নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অ্যাপটি ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, বিনিয়োগ করলে তা কয়েকগুণ হয়ে ফেরত আসবে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং ব্যবহারকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থের সবটাই হারিয়েছেন।

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে তার ক্যারিয়ারে এটি বড় প্রভাব ফেলতে পারে। সময়ই বলবে, কীভাবে তিনি এই নতুন বিতর্ক থেকে মুক্তি পাবেন, নাকি আরও গভীর সমস্যায় পড়বেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন