২৯/০১/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলা-৪ আসনের চরফ্যাশন পৌরসভায় নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কর্মী দ্বারা ইসলামী আন্দোলনের নারী কর্মী হেনস্থা হয়েছে দাবি করে দলটির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী’র উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। তিনি বলেন, গতকাল(বুধবার) ইসলামী আন্দোলনের নারী কর্মী মারিয়া কামালের সংবাদ সম্মেলনে সৃষ্ট অভিযোগে এই মর্মে জানতে পারি, জামায়াতে ইসলামীর দুই কর্মী তার প্রচারণায় বাধা দিয়ে হেনস্থা করেছে। আমরা বিষয়টি যাচাই করে জানতে পারি, গত বুধবার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ৬নং ওয়ার্ডে ভোলা -৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে
মারিয়া কামাল সহ দুই নারী, তার ছেলে তাহযিব ও যুব আন্দোলনের সেক্রেটারী ফয়সাল হাত পাখার গণসংযোগ করার সময় ওই এলাকার সোহেল নামের এক ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহকে তাদের প্রচারণার লিফলেট দেন। এ সময় সোহেল নির্বাচনী জোট ছেড়ে দেওয়ায় পীর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে সোহেল ও পাশে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে ইসলামী আন্দোলন কর্মীদের মধ্যে বাকবিতন্ডায় লেগে যায়। এই সময় ফয়সাল অবসর প্রাপ্ত শিক্ষকের গায়ে হাত তুলে। একই সময় পাশ দিয়ে যাওয়া মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন তার মোবাইল ফোনে ঝগড়ার ভিডিও চিত্র নিতে গেলে, যুব আন্দোলনের ফয়সাল তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ভেঙে পেলে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে যুব আন্দোলনের নেতা ফয়সাল আলাউদ্দিনকে মারধর করে মাটিতে ফেলে দেয়। যা ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে সুস্পষ্ট দেখা যায়।
পরে আহত আলাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এখানে নারী হেনস্থার ঘটনা না ঘটলেও তারা একটি সংবাদ সম্মেলন করে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার করে। বিষয়টি নিয়ে ঘটনার দিন বিকালে জামায়াত অফিসে বসে উভয় পক্ষের সাথে ভুলবুঝাবুঝির অবসান হয়েছে,সেখানে নারীকে হেনস্তার ভিডিও দেখাতে পারেনি , রাতে দেখতে পাই তাদের কেন্দ্র নিয়ন্ত্রিত ফেসবুক পেজে নারী হেনস্থার মিথ্যা গল্প বানিয়ে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রচার করছে। মূল ঘটনাটির আদ্যোপান্ত জানাতে আজকের আমাদের সংবাদ সম্মেলন।
এদিকে এর আগে সকালে একই ঘটনায় আবারো নিজ অফিসে সংবাদ সম্মেলন করে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এ এম এম কামাল উদ্দিন ইসলামী আন্দোলনের মহিলা কর্মীর ওপর হামলা হয়েছে দাবি করে জড়িতদের শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন