২৯/০১/২০২৬, ২২:৫৩ অপরাহ্ণ
21 C
Dhaka
২৯/০১/২০২৬, ২২:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় জামায়াতের নারী সমাবেশ স্থগিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় শনিবারের (৩১ জানুয়ারি) সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণায় অংশ নেয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও হেনস্তার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী নেতৃবৃন্দের বেশিরভাগ দায়িত্বশীলরা বিভিন্ন জেলায় নির্বাচনকেন্ত্রিক প্রচারণায় ব্যস্ত থাকায় সার্বিক বিবেচনায় শনিবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণায় অংশ নেয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও হেনস্তার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

ওইদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য সব দলের চেয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা অ্যাক্টিভ। ভোটও বেশি পাব। এজন্য আক্রমণ, ভীত করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের ওপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে। জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে। তারা বুঝেতে পেরেছে জিততে পারবে না, এজন্য দখল করার পরিকল্পনা নিয়েছে। আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ হবে। হামলা বন্ধ না হলে মহিলা ও ১১ দল আরও কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে সহিংসতা: পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন