আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হয়। পরে তিনি মাজার এলাকা ও আখাউড়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মুশফিকুর রহমান ভোটারদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুশফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগণ যেভাবে তাঁকে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে তিনি তাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী।
তিনি আরও বলেন, জনগণের বিশ্বাসের কারণেই তাঁর পক্ষে এই জনসমর্থন তৈরি হয়েছে। জনগণ যদি তাঁকে নির্বাচিত করে, তবে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন এবং জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লালসহ স্থানীয় নেতাকর্মীরা।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


