গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের অংশগ্রহণ প্রয়োজন। তরুণরাই পারে আগামীর ভবিৎষত গড়ে তুলতে।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল হোসেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ কাজে তিনি তরুণদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন।
অনুষ্টানে জেলা প্রশাসক মহোদয় তরুণদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশা শোনেন এবং তার উত্তর দেন।সভাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


