আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে দাগনভূঞা উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী গনসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশে বিভাজন আরও গভীর হবে, যা উন্নয়নকে ব্যাহত করবে। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে সুযোগ দিন, আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য নেতৃত্ব উল্লেখ করে মিন্টু বলেন, তাঁর নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে।
গনসংযোগে আরও বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে তিনি হাসান গনিপুরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। পরে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট, বসু মুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজ মিয়ার বাজার, আমুভুঁইয়ার হাট ও গজারিয়া বাজারে গনসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।
বিকেলে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, কালীরটেক, বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় ধারাবাহিকভাবে গনসংযোগ করেন বিএনপির এই প্রার্থী।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


