কুড়িগ্রাম -৩ আসনের মানুষের জীবন মান উন্নয়নে যে সমস্ত বিষয় দরকার তার সমাধান অত সহজ না।ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্ঠিত এ অঞ্চলের মানুষের এক মাত্র দুঃখ- নদী ভাঙন।বিশেষ করে বেগমগঞ্জ ইউনিয়নবাসীকে নদী ভাঙন থেকে রক্ষা পেতে বালু বোঝাই বস্তা দিয়ে নয়,স্থায়ী টেকসই সমাধান করতে হবে।আপনারা ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী যদি তারেক জিয়া হয়- ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো বলে জানান কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ তাসভির উল ইসলাম।
বৃহঃস্পতিবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় নির্বাচনী প্রচারনার সময় একথা বলেন তিনি।এর আগে ওই ইউনিয়নের দুটি ওয়ার্ডে সনাতন ধর্মালম্বী লোকজনের সাথে উঠোন বৈঠক করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী,উলিপুর উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু,বেগমগঞ্জ ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ বাবলু হক,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম,সদস্য সচিব আমজাদ হোসেন,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মন্ডল,সদস্য সচিব মোঃ শাহাদত হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ অনান্য নেতৃবৃন্দ।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


