বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বগুড়া থেকে ঢাকা ফেরার পথে দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে এই জনসভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে এ জনসভার আয়োজন করা হয়েছে। এদিন সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এর আগে গত ১১ জানুয়ারি একই স্থানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তারেক রহমানের অংশগ্রহণের কথা ছিল। তবে নির্বাচন আচরণবিধির কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তার উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত হওয়ায় তিনি ওই কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
এদিকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমেও তারেক রহমানের সিরাজগঞ্জ সফর ও জনসভায় অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। চিঠিটি রিটার্নিং কর্মকর্তার বরাবর পাঠিয়ে নির্ধারিত স্থানে জনসভা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভাটি সফল করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, “বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে।
দলীয় নেতারা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সিরাজগঞ্জের এই জনসভা বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রদর্শনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


