৩০/০১/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা – কর্মী

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের ১০ জন নেতা-কর্মী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের হোসেন, সেক্রেটারী প্রভাষক রেজাউল করিম, জামায়াত নেতা হাফেজ আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।জামায়াতে যোগদানকারী নেতা-কর্মীরা হলেন-মাওলানা মো. ফরহাদ আমিন (সভাপতি, ইসলামী যুব আন্দোলন, আব্দুল্লাহপুর ইউনিয়ন),মো.আফরান উল্লাহ মুন্সি (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এওয়াজপুর ৮নং ওয়ার্ড ), মো. বিল্লাল হাওলাদার (সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ,এওয়াজপুর ৮ নং ওয়ার্ড) মো.আব্দুল হাওলাদার (সভাপতি, ইসলামী যুব আন্দোলন, এওয়াজপুর ৮নং ওয়ার্ড),ইসলামী আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী ও আলাউদ্দিন পাটওয়ারী,মো. রাজিব হাওলাদার (ইসলামী ছাত্র আন্দোলন)।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক প্ল্যাটফর্ম। তাই দেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এব্যাপারে ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন।

পড়ুন : চরফ্যাশনে ইসলামী আন্দোলনের অপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জামায়াত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন