পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এখন আর রাতে ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বীতায়ও ভোট হবে না। আমরা আর মামুরা ওই নির্বাচন আর হবে না। ওই ইতিহাস চলে গেছে। বাংলাদেশ আর ওই জায়গায় ফিরে যাবে না।’ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। সভায় এবিএম মোশাররফ আরও বলেন, ‘বিগত দিনে আমরা ভোট দিতে পারিনি। যার কারণে কোন জবাবদিহিতা ছিলো না। ফলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। বাংলাদেশে এমন একটি উপজেলাও আছে, যেখানে হাসপাতাল নেই। তার নাম রাঙ্গাবালী।’
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন আপনারাই ক্ষমতাবান। আপনারাই নির্ধারণ করবেন এই আসনে কে এমপি হবেন। কে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। ক্ষমতা আপনাদের কাছে। এই ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ তিনি আমাদের মাঝে নেই।’ তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন,আমি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ কেমন হবেÑএনিয়ে তার পরিকল্পনা আছে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান।’
অন্যসব রাজনৈতিক দলের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই, তারা শুধু বেহেশেতের টিকেট দেওয়ার কথা বলে ধোঁকাবাজি করছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে একটি আসনও কোনদিন চরমোনাই পায়নি। আগামীতেও একটি আসনও চরমোনাই পাওয়ার সম্ভাবনা নাই। আর খেলাফত মজলিসেরতো নামই নেই। সুতরাং আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। তাই উন্নয়নের স্বার্থে আপনাদের ভোট চাই, আপনাদেরকে বিএনপির পাশে চাই।’
সভায় সভাপতিত্ব করেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চু। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, পটুয়াখালী-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও সবুজ ছায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আল মামুন, স্বেচ্ছাসেক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মোহসীন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মুরাদ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার প্রমুখ।
পড়ুন : রাঙ্গাবালীতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক


