নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীক নিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার সদর ইউনিয়নের মাইফরাস গ্রাম, মধুখালী,পিতলগঞ্জ মণিপাড়া,ব্রাহ্মণখালীসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে বাগবের বাজার এলাকায় এ গণমিছিল হয়। এর আগে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে রূপগঞ্জকে মডেল ও আধুনিক উপজেলা গড়তে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি নূর নবী ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, জেলা জিয়া মঞ্চের আহাবয়ক জজ মিয়াসহ উপজেলা,ইউনিয়ন ও হওয়ার্ডের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

