৩০/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা জারি করে।

এফসিডিও এক প্রজ্ঞাপনে যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে জানায়, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলা জরুরি। একই সঙ্গে প্রয়োজন ছাড়া দেশের বিভিন্ন অংশে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান–এ অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত না যাওয়ার পরামর্শ দিয়েছে এফসিডিও। নোটিশে বলা হয়েছে, এসব অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়া যায়।

নির্বাচন প্রসঙ্গে এফসিডিও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ, মিছিল এবং ভোটকেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এফসিডিও নাগরিকদের বড় জমায়েত ও সংবেদনশীল স্থান এড়িয়ে চলার, নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকার এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিঘ্নের কথা মাথায় রেখে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এফসিডিও-এর পরামর্শ উপেক্ষা করে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন