25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ব্রাজিলে আবার চালু হচ্ছে ইলন মাস্কের ‘এক্স’

ব্রাজিলে আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ চালুর অনুমতি দিলো দেশটির সুপ্রিম কোর্ট। ইলন মাস্কের কোম্পানি আদালতের নির্দেশ মানায় এই আদেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রা মোরায়েস বলেছেন, ‘এক্স আবার তাদের পরিষেবা চালু করতে পারবে। এক্স এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা রূপায়ণ করায় বিচারপতি তাদের পরিষেবা চালুর অনুমতি দিয়েছেন।’

এর আগে মাস্ক বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের শর্ত তারা মানতে পারবেন না।’ তবে বিচারপতি তার রায়ে বলেছেন, ‘এই সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ব্রাজিলে অবিলম্বে তাদের কাজ শুরু করতে পারবে।’

‘এক্স’-এর পক্ষ থেকে জানানো হয়, তারা ব্রাজিলে ফিরতে পেরে গর্ববোধ করছেন। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়েছে, ব্রাজিলের কোটি কোটি মানুষ যাতে তাদের পরিষেবা পান, সেটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। বলা হয়েছে, কোম্পানি আইনের আওতায় থেকে মতপ্রকাশের অধিকারের পক্ষে কাজ করে যাবে।

গত অগাস্ট মাসে বিচারপতি মোরায়েস ব্রাজিলে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা পর্যন্ত ‘এক্স’-এর পরিষেবা বাতিল করার কথা ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ব্রাজিলে এক্স-এর একজন আইনি প্রতিনিধি থাকতে হবে এবং তাদের প্রায় ৩২ লাখ ৮০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

মাস্ক প্রথমে বলেছিলেন, ‘এক্স’ আদালতের নির্দেশ মানবে না। সেপ্টেম্বর মাসের শেষে কোম্পানিটি জানায়, রেচেল কনসিকাও তাদের আইনি প্রতিনিধি হিসাবে কাজ করবেন।

ব্রাজিলের আইন অনুসারে সেদেশে ইন্টারনেট সংস্থার একজন আইনি প্রতিনিধি রাখা বাধ্যতামূলক। এছাড়াও, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এক্স-এ হেট স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মাস্ক তখন জানিয়েছিল, এটা সেন্সরশিপ, তিনি এই নির্দেশ মানবেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন